প্রতিষ্ঠানের ইতিহাস

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগরস্থ “হেমনগর ডিগ্রী কলেজ” টি ১৯৭৯ সালে জমিদার হেমচন্দ্র চৌধুরীর অনিন্দ্য সুন্দর সুরম্য প্রাসাদে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ সচিব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও আওয়ামীলীগ মনোনীত তিন তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান মহোদয় যমুনা তীরবর্তী পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীকে শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠা করেন । কলেজ প্রতিষ্ঠাতার অক্লান্ত পরিশ্রমে ১৯৮০ সালে এমপিও ভুক্ত এবং ডিগ্রী কলেজ উন্নত হয় । বিশাল আকারের দুইটি পুকুরসহ প্রায় ২১ একর জমির উপর কলেজটি প্রতিষ্ঠিত । সুযোগ্য পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর আন্তরিক প্রচেষ্টায় কলেজটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে । ইতোমধ্যেই কলেজের নিজস্ব অর্থায়নে একটি দ্বিতল ভবন এবং সরকারি অর্থায়নে একাধিক বহুতল ভবন নির্মিত হয়েছে । স্থাপিত হয়েছে আধুনিক মানের লাইব্রেরী ও ল্যাবরেটরী । বর্তমানে কলেজটিতে এইচ.এস.সি, কারিগরি (বি.এম) শাখা, উন্মুক্ত ও স্নাতক (বি.এ, বি.বি.এস, বি.এস.এস এবং বি.এস.সি) (পাস) পর্যায়ে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে । ১৯৭৯ সাল হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ১৯৮৮ সাল হতে (ডিগ্রী) পাস পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয়ে অদ্যবধি চালু রয়েছে । কলেজটিতে প্রাচীন ঐতিহ্যের নিদর্শন হিসেবে রয়েছে জমিদার হেমচন্দ্র চৌধুরীর কারুকার্য খচিত ২৮ টি কক্ষ বিশিষ্ট পরী দালান, জেলার সর্ববৃহৎ খেলার মাঠ এবং বিস্তৃত পরিবেশ বান্ধব ফুল, ফল ও ভেষজ বাগান । উপজেলা ও জেলা শহরের সাথে যোগাযোগের জন্য রয়েছে একাধিক পাকা সড়ক ও রেলস্টেশন ।